জামালপুর ডিবি-১ এর অভিযানে ৫৮,০০০ হাজার সরকারি রাজস্ব আয়ের জাল ব্যান্ডরোল ও সিএনজি গ্রেপ্তার ২

 


মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক :

জামালপুর সদর থানা এলাকায় বিশেষ অভিযান ও চেকপোস্ট ডিউটি করা কালে জামালপুর সদর থানাধীন জামালপুর-টু-শেরপুর ব্রীজের দক্ষিণ পাশে ডাকপাড়া সাকিনস্থ ব্রীজের টোল প্লাজার সামনে পাকা রাস্তার উপর  হইতে ৫৮,০০০টি (আটান্ন হাজার)  সরকারী  রাজস্ব আদায়ের জাল ব্যান্ডরোল ও সিএনজি সহ ০২ জনকে আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তির ১। মোঃ সেলিম রেজা(৩৮), পিতা-মোঃ জাবের আলী, মাতা-মৃত হালেছা বেগম, সাং-বরাটিয়া পশ্চিম পাড়া, ইউপি-পাকুরিয়া, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, এ/পি-ম্যানেজার, ৩০ নং রসিদা বিড়ির ফ্যাক্টরি, ইদ্রিস এন্ড কোঃ (প্রাঃ) লিঃ, মুকুন্দবাড়ী, জামালপুর পৌরসভা, থানা ও জেলা-জামালপুর, ০২। মোঃ নূর আনোয়ার(৩৫), পিতা-মোঃ আনিছুর রহমান, মাতা-আম্বিয়া বেগম, সাং-মোবারকপুর(বাশতলা), শেরপুর পৌরসভা, থানা-শেরপুর সদর,জেলা-শেরপুর,এ/পি-ক্যাসিয়ার ৩০নং রসিদা বিড়ির ফ্যাক্টরি, ইদ্রিস এন্ড কোঃ (প্রাঃ) লিঃ,মুকন্দবাড়ী, জামালপুর পৌরসভা, থানা ও জেলা-জামালপুর ।

জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা  এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৮,০০০টি (আটান্ন হাজার সরকারি রাজস্ব আয়ের জাল ব্যান্ডরোল সহ ০২ জন আটক করেন এসআই(নিঃ)/মোঃ আব্দুল আউয়াল, এসআই(নিঃ)/ আতিকুর রহমান  এসআই/ মো: আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।

উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর