বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শাপলা কলি প্রতীক ও নিবন্ধন পাওয়ায় বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার (৫ নভেম্বর) রাতে পৌর শহরে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর আমিন শুভ, বকশীগঞ্জ উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সমন্বয়কারী এমদাদুল হক মিলন, যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান রাজু, পৌর কমিটির যুগ্ম সমন্বয়কারী এডি মোস্তাক আহমেদ, ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু, সদর ইউনিয়নের নেতা সালাউদ্দিন প্রাইস, এনসিপি নেতা সুলতানুস সালেহীন সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, আমরা নিবন্ধন পেয়েছি, তাই নাহিদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে তরুন ও দেশ প্রেমিকদের ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে ভোটারদের সজাগ থাকতে হবে।

إرسال تعليق