জামালপুর ডিবি-১ এর অভিযানে ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার



মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক :

জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর সাকিনস্থ দক্ষিণ কামালপুর পাকা ব্রীজের উপর হইতে ২০০(দুইশত)পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে  আটক করেছে ডিবি পুলিশ জামালপুর ব্রাঞ্চ। 

আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ ০১। আবুল হাসেম আবুল(৪০), পিতা-মৃত আজিজুল হক, মাতা-আম্বিয়া বেগম, সাং-গলাকাটি, ইউপি-বগার চর, থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর।

জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন চৌকোষ পুলিশ বাহিনী।

২০০(দুইশত)পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান, এসআই(নিঃ)/সুমন চন্দ্র সরকার এর সমন্বয়ে গঠিত ডিবি-১, জামালপুর এর একটি চৌকশ অভিযানিক দল।

উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর