মানবতার সেবায় এগিয়ে এপেক্স ক্লাব অব বান্দরবান



আজ ১ লা  মে বৃহস্পতিবার  উপজেলার সদর ইউনিয়নের সুইচা কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,তুলে দেয় এপেক্স ক্লাব অব বান্দরবান। 

স্কুল শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে শিক্ষা উপকরণ  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. এ্যাড. মনিরুল ইসলাম পান্না।

এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশ এর জাতীয় সহ-সভাপতি এপে. নাসিম আহমেদ, পিএনপি এপে. ভুবন লাল ভারতি, জাতীয় সেবা পরিচালক এপে. ডা. হিমেল সাহা, ন্যাশনাল ট্রেজারার মোঃ মঈনুল ইসলাম, জেলা গভর্ণর-০৩ এপে. সৈয়দ মিয়া হাসান।

অনুষ্ঠানে এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, আইপিএনএসডি, এপেক্স বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন,এপেক্স বাংলাদেশ এর জাতীয় নের্তৃবৃন্দ, এপেক্স ক্লাব অব বান্দরবান,নীলাচল,সাঙ্গু,পটিয়া ও লামা এর নের্তৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যম কর্মী,অভিভাবক বৃন্দ প্রমূখ।


অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর