ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত



বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামী ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সাধুরপাড়া সর্বস্তরের জনগণের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা,  সহসভাপতি রাশেদুজ্জামান সোনা,  সাংগঠনিক সম্পাদক শাহীন খান, সাংবাদিক নাদিমের কন্যা রাব্বিলাতুল জান্নাত।

মানববন্ধনে বিএনপি, যুবদল সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা আওয়ামী লীগ নেতা ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। তারা একই সাথে চেয়ারম্যান বাবুকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। 

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর