বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত



বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রাটি বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে শহর ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুর সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ, 

পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তৌহিদ মেহেদী, সদস্য সচিব তানজীর আহমেদ সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুর রহমান দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী,  নিলাখিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন, সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রত্যেক যুবদল কর্মীকে মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়। 

গণতান্ত্রিক প্রতিষ্ঠায় দলের নেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানান।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর