বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত


রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে " জনতার অধিকার , আমাদের অঙ্গিকার" স্লোগান নিয়ে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে দলের চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। 

আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহবায়ক ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমন।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ এর সামনে থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় উপজেলা শাখার সদস্য সচিব আমীর হোসেন, যুগ্ম আহবায়ক মোনাহার হোসেন, যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, যুগ্ম সদস্য সচিব আতিকুজ্জামান দীপ্ত, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

শোভাযাত্রা শেষে বকশীগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত সভা করেন গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা। 

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমনকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানানো হয়। 

জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র রক্ষায় দলটির নেতা কর্মীরা সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর