চট্টগ্রাম খাতুনগঞ্জ পাইকারি বাজারে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং টাস্ক ফোর্স এর অভিযান

চট্টগ্রাম খাতুনগঞ্জ পাইকারি বাজারে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং টাস্ক ফোর্স এর অভিযান।


মোঃ জামশেদুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি:
আজ ০৩/০৩/২০২৫ তারিখ বেলা ১১.৩০ ঘটিকা হতে বেলা ২:০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে মহানগরীর খাতুনগঞ্জ পাইকারি বাজার এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুমা আক্তার কণা, সহকারী কমিশনার (ভূমি), বাকলিয়া সার্কেল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে পৃথক ৩ মামলায় মোট ১৭,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।  টাস্ক ফোর্স অভিযানে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মাননীয় মেয়র মহোদয় ডাঃ শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  সৈয়দ মাহবুবুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান। উক্ত অভিযানে বিএসটিআই এর বিভিন্ন কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর