‎আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি অমিত কুমার গ্রেপ্তার

 
Banned-League-Amit-Kumar-arrested-in-Atrai



‎রাণীনগর (নওগাঁর) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরের  উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত নেতা অমিত কুমার।

‎উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্ত প্রাপ্ত আসামি অমিত কুমার উপজেলা সাহাগোলা গ্রামে বাসিন্দা বলে জানা গেছে। তিনি আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি।সম্প্রতি আত্রাই থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী অমিত কুমার 

‎তবে এখন বাবার নাম জানতে পারেননি বলে জানান থানার ডিউটি অফিসার। বিকেল তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন গ্রেপ্তারকৃত অমিত কুমারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে। মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে


‎মো: গোলাম মোরশেদ 
‎রাণীনগর,নওগাঁ।
‎তাং-০৩-০৩-২০২৫।
‎মোবা:-০১৭২৮ ৪৮১৬০৬।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর