জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ (৫০) ও সহকারী প্রধান শিক্ষক শরীফা আক্তারের (৪২) বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও কটূক্তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে সাধুরপাড়া মোল্লা বাড়ি এলাকায় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, ওই দুই শিক্ষক দীর্ঘদিন ধরে নানা ধরনের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণে জড়িত। এরই ধারাবাহিকতায় তারা সম্প্রতি সাধুরপাড়া মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থান ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গদের নিয়ে বাজে মন্তব্য করেন। এতে এলাকাবাসীর ধর্মীয় অনুভূতি ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক শরীফা আক্তার শিক্ষকতার মতো মহৎ পেশাকে অসম্মানিত করেছেন। তাদের কথাবার্তা ও আচরণে শিক্ষক সমাজের মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ সময় বক্তারা অবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সাংবাদিক আল মোজাহিদ বাবু (৩৮)। তিনি বলেন, “শিক্ষক সমাজ আমাদের আলোকবর্তিকা। অথচ এই দুইজন শিক্ষক তাদের দায়িত্ব ভুলে গিয়ে এলাকায় বিভেদ সৃষ্টি করছেন। এমনকি কবরস্থান ও সম্মানি ব্যক্তিবর্গদের নিয়ে কটূক্তি করে তারা জনসাধারণের হৃদয়ে আঘাত করেছেন। আমরা চাই, শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।”
এ সময় এলাকার প্রবীণ, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

إرسال تعليق