বকশীগঞ্জে দশানী নদীতে অভিযানে নিষিদ্ধ রিং জাল জব্দ,পুড়িয়ে ধ্বংস



রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে নদীতে অবৈধভাবে রিং জাল বিছিয়ে মাছ নিধনের ঘটনায় অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দশানী নদীতে অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম ও বকশীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও আসমা উল হুসনা। অভিযানে ৪০ টি নিষিদ্ধ রিং জাল জব্দ করা হয় পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম জানান, নদীতে অবৈধভাবে রিং জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি এসময় রিং জালের বিস্তার রোধে স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ দেন।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর