১ লা মে বৃহস্পতিবার বান্দরবান পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় এপেক্স ক্লাব অব বান্দরবানের আয়োজনে এই শরবত ও কেক বিতরণ করা হয়।
জেলা সদরের বিভিন্ন শ্রমজীবি পথচারী ও তৃষ্ণার্ত মানুষেরা সড়কের পাশে দাঁড়িয়ে এই শরবত ও কেক গ্রহণ করে। মহান মে দিবসের এমন কর্মসুচীতে খুশি শ্রমজীবি পথচারী ও তৃষ্ণার্ত মানুষেরা।
ট্রাফিক মোড়, বান্দরবান আজ ১ লা মে
আয়োজনে: এপেক্স ক্লাব অব বান্দরবান
এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট হিসেবে মো. মুজিবুর রশীদ, সেক্রেটারী এপেক্সিয়ান ক্যা মং হ্লা মার্মা, এপেক্স বাংলাদেশের ডি.জি ৩ এপেক্সিয়ান দিলীপ কুমার বড়-য়া, আই.পি.ডি.জি চেয়ারম্যান এপেক্সিয়ান জাহাঙ্গীর হোসেনসহ এপেক্স ক্লাব অব বান্দরবানের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এপেক্স ক্লাব অব বান্দরবান, বান্দরবানের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমুলক কাজের পাশাপাশি গরীব ও অসহায়দের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আর শিক্ষার্থীদের বিনামুল্যে বই বিতরণসহ বিভিন্ন কর্মসুচীতে এই সংগঠনের সদস্যরা সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছে।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান
একটি মন্তব্য পোস্ট করুন