বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের এমপি প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী শনিবার (৮ নভেম্বর) বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
দিনব্যাপী তিনি ইউনিয়নের ৩ ও ২ নম্বর ওয়ার্ডের বীরগাঁও মাদ্রাসা বাড়ী, চন্দ্রাবাজসহ আশপাশের গ্রামগুলোতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
গণসংযোগকালে এডভোকেট নাজমুল হক সাঈদী নারী-পুরুষ, প্রবীণ ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং সবার আন্তরিক অভ্যর্থনায় তিনি অভিভূত হন। তিনি বলেন, “জনগণ পরিবর্তন চায়, ন্যায়ের পক্ষে, সুশাসনের পক্ষে এখন সময় একত্রে কাজ করার।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ শফিকুল্লাহ বিএসসি, বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হকসহ স্থানীয় শতাধিক নেতা-কর্মী।
গণসংযোগের শুরুতে এডভোকেট নাজমুল হক সাঈদী বাট্টাজোড় রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসা এবং সোবাহানীয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। সেখানে তিনি ছাত্রদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, নাজমুল হক সাঈদীর এই গণসংযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন