লালপুরে মহান মে দিবস পলিত



আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১লা মে) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার চিনিবটতলা মোড় থেকে বিশাল র‌্যালি বের হয়ে লালপুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ত্রীমোহনি চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার উপদেষ্টা এ্যাডঃ মাসুদ রানা, হাফেজ আফজাল হোসেন, ট্রেড ইউনিয়ন সভাপতি কামারুজ্জামান চঞ্চল প্রমুখ। এসময় সমাবেশ থেকে বক্তারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক শ্রমনীতি চালুর দাবি জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর