অধিকার প্রতিষ্ঠায় 'ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবাৰ্য্য



আজ -১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক -সমাবেশ ও র‍্যালী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান পার্বত্য জেলা।

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগ আয়োজিত আজকের সমাবেশ ও র‍্যালী উত্তর সমাবেশে বক্তব্য -    বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এইচ এম আব্দুচ সালাম আজাদ,   বান্দরবান জেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল সাহেব।

দুনিয়ার মজদুর, এক হও, এক হও!”

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫

“জয় হোক সকল শ্রমজীবী মানুষের”

১ মে — শুধু একটি দিন নয়, এটি ইতিহাস, এটি অধিকার আদায়ের গর্বিত স্মারক।

১৮৮৬ সালের শিকাগোর সেই আন্দোলন আজও আমাদের মনে করিয়ে দেয়, শ্রমিক ছাড়া সভ্যতা এগোতে পারে না।

প্রতিটি ইট, প্রতিটি সেতু, প্রতিটি অগ্রগতির পেছনে আছে একজন শ্রমিকের ঘাম।

কিন্তু তাদের প্রাপ্য সম্মান ও অধিকার কি আজও আমরা নিশ্চিত করতে পেরেছি?

এই মে দিবসে প্রতিজ্ঞা করি: 

ন্যায্য মজুরি

নিরাপদ কর্মপরিবেশ

শ্রমজীবীদের প্রতি সম্মান

দুনিয়ার মজদুর, এক হও, এক হও!”

শুধু স্লোগানে নয়—চেতনায়, নীতিতে, কর্মে।

শ্রমিকের প্রতি শ্রদ্ধা হোক আমাদের প্রতিদিনের অভ্যাস। 



অসীম রায় ( অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর