আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি

 



জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জামালপুর জেলা সেনেটারী টাইলস, মোজাইক নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে আজ এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

“মহান মে দিবস সফল ও সার্থক হোক” এই স্লোগানকে সামনে রেখে র‍্যালিটি প্রধান কার্যালয় সংলগ্ন জরিনা মিয়া স্কুল মাঠ থেকে শুরু হয়। র‍্যালিতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লম্বাগাছ ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে দলীয় কার্যালয়ে শেষ হয়।

র‍্যালিতে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দাবি তুলে ধরা হয়। শ্রমিক নেতারা তাদের বক্তব্যে ঐক্যবদ্ধভাবে ন্যায্য অধিকার আদায়ের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

উক্ত র‍্যালিতে জামালপুর জেলা সেনেটারী টাইলস, মোজাইক নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফু, সদস্য সচিব মো. রাসেল, কার্যকরী সদস্য মো. সুমন মিয়া এবং কোষাধ্যক্ষ মো. মাহফুজুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক হিসেবে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত হয়।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর