গণহত্যা দিবস, মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা



বান্দরবানে ২৫মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে ৩০ এপ্রিল বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের হলরুমে ২৫মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করেন প্রধান অতিথি বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু তালেব। আলোচক হিসেবে উপস্থিত থেকে ২৫মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইনচার্জ মোঃ আবুল হোসাইন কুতুবীসহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলার ছাত্র-যুবক, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণ বর্বর হানাদার পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়েছিল আর তারই পরিণতিতে ১৯৭১সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় চুড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে খোদিত হয় একটা নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা ও পরবর্তী প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।



অসীম রায়( অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর