বরগুনার তালতলীতে তেলজাতীয় প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত


বরগুনার তালতলী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত ‘সূর্যমুখী’ প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা এলাকায় হাইসান-৩৬ সূর্যমুখীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো: ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জনাব রথীন্দ্র নাথ বিশ্বাস।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ জনাব সিএম রেজাউল করিম ও অত্র প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ জনাব মো: ফরিদুজ্জামান।

বক্তারা দৈনন্দিন জীবনে সূর্যমুখী তেলের বহুমুখী ব্যবহারের গুরুত্ব ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি  কর্মকর্তা সহ প্রায় ৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর