শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড়!!



চন্দনাইশ প্রতিনিধি:

উপজেলার জাফরাবাদ মাদ্রাসার পুনঃবহালের আদেশসহ মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। গত ২৭ এপ্রিল  সকালে উপজেলার বৈলতলী জাফরাবাদ ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন-জাহেদুল ইসলাম (২২), আরমানুল হক (২১), জাহেদ (২১), এনামুল হক (৩৫), মোহাম্মদ আরিফ (২৭), মোহাম্মদ জমির (২৫), মো. শাহজাহান (৪০), মো. হাছান (৪৫), হিরু (২৬)। তাদের কয়েকজনকে চমেক হাসপাতালে ভর্তি এবং বাকিদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। জানা যায়, গতবছরের ২৫ আগস্ট জাফরাবাদ

ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল গফুরকে পদত্যাগে বাধ্য করা হয়। বিষয়টি তিনি লিখিতভাবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), মাদ্রাসা অধিদপ্তরকে জানান। আট মাস পর আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যক্ষ আবদুল গফুরকে স্বপদে পুনঃবহালের নিদের্শ দেন। এদিকে, জাফরাবাদ ফাজিল মাদ্রাসার সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) গোলাম মোরশেদ খান অধ্যক্ষ আবদুল গফুরকে স্বপদে পুনঃবহালের নির্দেশ পেয়ে গত ২৭ এপ্রিল   সকালে মাদ্রাসায় উপস্থিত হলে শিক্ষক-শিক্ষার্থী ও অধ্যক্ষ অনুসারীদের মধ্যে কথা কাট-াকাটি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এতে মাদ্রাসার ফাজিল শিক্ষা বর্ষের ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয় প্রাথমিক চিকিৎসার জন্য দোহাজারী হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে  প্রেরণ করে 

মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্বচন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন বলেন, অধ্যক্ষ আবদুল গফুর স্বপদে বহালের ২টি চিঠি নিয়ে মাদ্রাসায় গেলে পরিস্থিতি বেগতিক দেখে তাকে পুনরায় চলে আসার পরামর্শ দেয়া হয়। বিষয়টি বিস্তারিত জেনে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হবে। পরবর্তীতে তিনিই সিদ্ধান্ত দিতে পারবেন।

এই দিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে  ২৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কমকর্তা বরাবরে স্বারক লিপি প্রদান করে বৈষম্যবিরোধী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা ও চন্দনাইশ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন বলেন, জাফরাবাদ মাদ্রাসার চলমান সমস্যার বিষয় ২৯ এপ্রিল উপজেলা প্রশাসনের কার্যলয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 


চন্দনাইশ প্রতিনিধি:

মো. জিয়া উদ্দিন 

তারিখ : ২৮-০৪-২০২৫

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর