বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনে স্বারক লিপি প্রদান



চন্দনাইশ প্রতিনিধি;

উপজেলার  জাফরাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কমকর্তাকে পৃথক পৃথক দুটি  স্মারক লিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গতকাল ২৮ এপ্রিল  দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের  কাছ থেকে ওই স্মারকলিপি গ্রহণ করেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কমকর্তাকে স্বারক লিপি প্রদান করেন। 

স্মারকলিপিতে বলা হয় ছাত্রদের ওপর অধ্যক্ষ বহিরাগত ও নিষিদ্ধ ছাত্রলীগের   সন্ত্রাসীদের  দিয়ে মাদ্রাসা নিরহ ছাত্রদের উপর হামলা চালিয়েছে।

মাদ্রাসা মহিলা শিক্ষার্থীদের অশীল ভাষায় গালিগালাজ করছে এবং কয়েকজন শিক্ষকের মোবাইল কেড়ে নেই, মাদ্রাসা কয়েকজন শিক্ষককে সন্ত্রাসীরা মেরে আহত করে। 

স্মারকলিপিতে আর ও উল্লেখ করা হয় যে   সন্ত্রাসীদের হামলায় জুলাই আন্দোলনের সম্মুখ সারির  আন্দোলনরত শিক্ষার্থীরা  মারাত্মকভাবে আহত হয়। এই ঘটনায় পুলিশ এখন ও কাউকে গ্রেপ্তার করে নাই বলে স্বারক লিপিতে উল্লেখ করেন।   

স্মারকলিপিতে বলা হয়, এসব  ঘটনায় মাদ্রাসার  গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হয়ে ভয় ও ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে।  চিহ্নিত ব্যক্তিরা হামলা চালায়। কিন্তু হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীদের ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে   আসলে ও পুলিশ এর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

স্মারকলিপি দেওয়ার সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত  ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রজনতার পক্ষে থেকে :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব সাঈদ তৌহিদুল ইসলাম, সহ-মূখপাত্র মুহাম্মদ হাবিবুল্লাহ, সদস্য রাকিবুল হক হেলালী,সদস্য আশরাফুল ইসলাম, সদস্য, আবদুল্লাহ আল ফাহিম, সদস্য সাহাবউদ্দিন সাইমন,সদস্য ইরফান,সদস্য তানভীর আরফাত স্বাক্ষরিত একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চন্দনাইশ উপজেলার রাকিবুল ইসলাম, হাসান তফসির,হাফেজ ইলিয়াস,মোজাহিদুল ইসলাম,মিসকাত,জুনাইদ মাহমুদ,আবিদুর রহমান সাজ্জাদ 

ওসমান গনি, হোসাইন, ইয়াসিন, রায়হান,আশেকসহ অন্যান্যরা প্রমুখ। 


চন্দনাই প্রতিনিধি:

মো. জিয়া উদ্দিন 

তারিখ: ২৮-০৪-২০২৫

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর