আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস" উপলক্ষে বান্দরবান জেলার সদর উপজেলার তালুকদারপাড়া এলাকায় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ০২ টি বাসের চালক কে মাত্রা অতিক্রমকারী হর্ণ ব্যবহারের কারণে ২০০০/- টাকা করে মোট ৪০০০/- (চার হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় ও ০৪ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
এছাড়া একাধিক যানবাহনে স্টিকার লাগানোর পাশাপাশি সতর্ক করা হয়। ৩০ শে এপ্রিল বুধবার উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হিরামণি এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন । জেলা পুলিশ ও আনসার সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান
إرسال تعليق