ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে 'আপ্লুত বই প্রেমীরা'

 

ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে 'আপ্লুত বই প্রেমীরা'

নিজস্ব প্রতিবেদক:

৬ মার্চ ২০২৫,(বৃহস্পতিবার) অপরাহ্নে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। বইমেলা উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এসময়ে আরও উপস্থিত ছিলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রজন দত্ত মজুমদার, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, ভ্রাম্যমাণ লাইব্রেরির জেলা কর্মকর্তা রবিউল ইসলাম প্রমূখ।বইমেলা চলবে ৬ মার্চ থেকে ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত।

উল্লেখ্য বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশিত বইয়ের উপর ৩০% ও অন্যান্য প্রকাশনীর বইয়ের উপর ২৫% ছাড় রয়েছে।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর