মধুপুরে আমতলী বাজার মৃত গরুর গোস্ত বিক্রির অভিযোগে বিক্ষুব্ধ জনতা

মধুপুরে আমতলী বাজার মৃত গরুর গোস্ত বিক্রির  অভিযোগে বিক্ষুব্ধ  জনতা।


মোঃ হাফিজুর রহমান, মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইল মধুপুরে (৫ই মার্চ২০২৫) বুধবার আমতলী বাজার দিনের বেলায় গরু দেখেয়ে মাইকিং করে। রাতের আঁধারে অন্য গরু জবেহ  করে  সকালে গোস্ত বিক্রি করা হয়।এলাকাবাসীর অভিযোগ  করেন খাওয়ানো হয়েছে মৃত্যু গরুর গোশত।এ নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। মাইকিংকৃত গরু আজ  জীবিত পাওয়ায় ক্ষুব্দ এলাকাবাসীর।

আজ (৬ মার্চ ২০২৫) বৃহস্পতিবার  উপরোক্ত বিষয়টি নিয়ে দুপুর দুইটাই একটি গ্রাম্য সালিশের হওয়ার কথা ছিল।এই শালিস কেন্দ্র করে, বাজারের আশপাশে গ্রাম হতে লোকজন আমতলী বাজার উপস্থিত হতে থাকে। দুপুর দুইটায় শালিস হওয়ার কথা থাকলেও ৩টার পরেও ও অভিযুক্ত কাউকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে যান এলাকাবাসী। সাড়ে তিনটার দিকে অভিযুক্ত খাইরুল ও আরীফ দরবারে উপস্থিত হয়। আরেক অভিযুক্ত মুজিবুর রহমান মধু বাজারে ঘোরাফেরা করতে ছিল।কিছুক্ষণ পর আরিফ কে রেখে,খাইরুল পাঁচ মিনিট পরে আসতে,ছি বলে চলে যায়।মাতব্বর হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী সভাপতি বানিয়াবাড়ী জামে মসজিদ, আব্দুর রাজ্জাক মেম্বার, আব্দুল গফুর  মেম্বার, জনাব মোঃ কাজিম উদ্দিন আব্দুস ছালাম সহ আরো এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

পরবর্তীতে আর খাইরুল আসে নাই। না আসার পরিপ্রেক্ষিতে উপস্থিতি মাতব্বর গণের প্রতি উপস্থিতি জনতা কয়েকটি অভিযোগ  করেন,,
১/সালিশ বিলম্ব হওয়ার কারণ।
২/অভিযুক্ত খাইরুল উপস্থিত হওয়ার পর চলে যেতে সহযোগিতা করা করার কারণ জানতে চাওয়া হয়।

উপস্থিতি মাতব্বরগণ জানান, অভিযুক্ত ব্যক্তিরা আমাদের প্রতি সীমাবদ্ধতা না থেকে উপরম হলে জানিয়েছে। আমরা এই বিচারে অপারগতা প্রকাশ করছি।এমন ঘোষণা  পর বিক্ষুব্ধ হয়ে পড়ে উপস্থিতি জনতা। আরিফের প্রতি ক্ষিপ্ত হতে পারে কেমন আশঙ্কায় তাকে সেভ করার জন্য। উপস্থিত অভিযুক্ত আরিফ মাফ করে দেওয়া হয়েছে বলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান, সোহাগ,আকাশ আসাদুলসহ বেশ কয়েকজন।

ঘটনাস্থলে উপস্থিত হন মধুপুর থানা পুলিশ  ও গণমাধ্যম কর্মী। তাৎক্ষণিক কোন অভিযোগ না করায় সকলকে বিশৃঙ্খলা এড়িয়ে চলতে অনুরোধ করেন। পরবর্তীতে কারো এ বিষয়ে অভিযোগ থাকলে থানায় যোগাযোগ করতে বলেন তিনি।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর