মোঃ আহসান হাবীব সুমন, জামালপুর প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের হবদেশ গ্রামের মেহেদী হাসান ও তারেক হাসান এর জমি বেদখল করাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এতিম অসহায় মো: মেহেদী হাসান ও তার ছোট ভাই মো: তারেক হাসান ১৪ নং দিগপাইত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত হবদেশ গ্রাম এর তারও আপন চাচা মো: মুজিবুর রহমান, মো: মোজাফফর হোসেন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে সন্ত্রাসী কায়দায় জমি বেদখলের অভিযোগ পাওয়া যায় ।
অভিযোগসূত্রে ও সরেজমিন পরিদর্শন এবং বিভিন্নসূত্রে জানা যায় দিগপাইত ইউনিয়ন এর হবদেশ গ্রামের পৈত্রিক সূত্রে তাদের নামে খারিজকৃত জমি তার চাচা ভয়ভীতি প্রদর্শন করে মো: মুজিবুর রহমান, মো: মোজাফফর হোসেন এদের নেতৃত্বে, হাফিজুর রহমান, আজাহার আলী, মামুন মিয়া, দেলোয়ার হোসেনসহ সুরুজ্জামান, জুলহাজ উদ্দিন মোট ৩৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় এবং মেহেদী হাসান ও তারেক হাসানকে ভয়ভীতি প্রদর্শন করছে। এদিকে অসহায় সহজ সরল নিরীহ খেটে খাওয়া দিনমজুর এ বিষয়ে সন্ত্রাসীদের প্রতিরোধে প্রশাসন ও যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
إرسال تعليق