নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রকে ফিরিয়ে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ছাত্রের মামা

নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রকে ফিরিয়ে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ছাত্রের মামা।


সোহাগ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি:

মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মোঃ আজমুল মিয়ার পুত্র মাদ্রাসা ছাত্র মোঃ রবিউল ইসলাম রিয়াদ (১৪) গত রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন যায়গায় খুঁজাখুঁজি করার পরও ছেলের সন্ধান পাননি পরিবার।

বুধবার সকালে বিভিন্ন লোকের বরাতে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রকে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে খোঁজে পাওয়া যায়। নিখোঁজ হওয়ার পরপরই ফেসবুক আইডি থেকে হারানো বিজ্ঞপ্তি সহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রকে খোঁজে পেতে সহায়তা করার অনুরোধ জানিয়েছিলেন ওই মাদ্রাসা ছাত্রের মামা সাংবাদিক মোঃ সোহাগ মিয়া।

তিন দিন পর নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র ভাইগ্না কে ফিরিয়ে পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তিনি মাধবপুর মডেল প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার মাধবপুর প্রতিনিধি।

মাদ্রাসা ছাত্রের মামা সাংবাদিক মোঃ সোহাগ মিয়া জানান, তাঁর একমাত্র ভাইগ্না নিখোঁজ হওয়া পর থেকে পুরো পরিবারে শোকের ছায়া নেমে পড়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানে তিনদিন পর ভাইগ্নাকে ফিরিয়ে পেয়েও কান্না থামেনি কারও।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর