অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৩ জন সহ গ্রেপ্তার ১৬

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৩ জন সহ গ্রেপ্তার ১৬


রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৩ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন। 

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: আ: রাজ্জাক (৫০), মো: মমিনুল ইসলাম (২৪) ও মো: তামিম রেজা (২১)। আওয়ামীলীগ কর্মী আ: রাজ্জাক রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া এলাকার সামসুদ্দিনের ছেলে। মমিনুল ইসলাম এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকার মৃত আ: ছাত্তারের ছেলে এবং ছাত্রলীগ কর্মী তামিম রেজা নওগাঁ জেলার পতিœতলা থানার আমাইড় মৃধাপাড়া এলাকার মো: রমজান আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর