শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালবাসা, হুইল চেয়ারে বসেই বিদ্যালয়ে উপস্থিত প্রতিষ্ঠাতা সভাপতি


শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি টান ভালবাসায় হুইল চেয়ারে বসে অসুস্থ শরীর নিয়ে বিদ্যালয়ে উপস্থিত প্রতিষ্ঠাতা সভাপতি।


সোহাগ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধিঃ
শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কিরুপ টান ভালবাসা থাকাতে ৮০বছর বয়সী ওই প্রতিষ্ঠাতা সভাপতি হুইলচেয়ারে বসে অসুস্থতা নিয়েও শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে ছুটে এসেছেন। যা এক বিরল ঘটনা। এমন এক চিত্রের দেখা মিললো মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে।

ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া। তিনি ১৯৮৬ সালে মানিকপুর গ্রামে উনার দাদার নামে প্রতিষ্ঠা করেছিলেন ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠান। সেসময় ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার মতো কোন ধরনের ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না ওই এলাকায় যা বর্তমানে ডাঃ মহিউদ্দিন হাইস্কুল এ্যান্ড কলেজে রুপান্তর হয়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০০জন শিক্ষার্থী সহ ১৯জন শিক্ষক ও অন্যান্য কর্মচারী রয়েছেন।

প্রায় ৫মাস যাবৎ স্ট্রোক জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া। তিনি তাঁর এরকম শারিরীক অবস্থাতেও শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভূলে নাই। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখার আহবান জানিয়েছেন পরিবারের কাছে। তিনি ঢাকা থেকে বাড়ি ফিরে অসুস্থ শরীর নিয়ে ও হুইলচেয়ারে করে বৃহস্পতিবার দুপুরে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অংশ নিয়ে কুশল বিনিময় করলেন।

এবিষয়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাবুল হোসেন ফেসবুকে পোস্ট করেছেন যা হুবহু তুলে ধরা হলো, "ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া। তিনি তাঁর অসুস্থতাকে দূরে ঠেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন। তাঁর সুস্থতা কামনা করছি"।

ছবিতে দেখা গেছে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারে বসা ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কিরুপ টান ভালবাসা থাকাতে ৮০বছর বয়সী ওই প্রতিষ্ঠাতা সভাপতি হুইলচেয়ারে বসে অসুস্থতা নিয়েও শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে ছুটে এসেছেন তা নিয়েও আলোচনা সমালোচনার ঝড় বইছে।
বলছিলাম বাঘাসুরা ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারে জন্মনিয়ে বেড়ে ওঠা এক দানবীর ও শিক্ষানুরাগীর কথা। যিনি নিজ ইউনিয়নে ৩বারের চেয়ারম্যান, ৭১'এর মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। এছাড়াও মানিকপুর গ্রামে উনার দেয়া জায়গায় মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিলাল উদ্দিন তালুকদার স্মৃতি কিন্ডারগার্টেন, মাহে রমজান মাসে পবিত্র কুরআন সহীহ শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার জন্য হিলাল উদ্দিন তালুকদার আছিয়া দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শাখা কেন্দ্র, গাউসুল আজম জামে মসজিদ, পারিবারিক কবরস্থান ও ভবিষ্যতে হাফিজিয়া মাদ্রাসা চালু করার জন্য মসজিদের পাশেই ভবণ করে রেখেছেন। এদিকে এলাকার বেকারত্ব দূর করার লক্ষ্যে নিজ গ্রামে তালুকদার ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ তৈরী করেছেন তিনি।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর