দেশসেরা বাবুগঞ্জের সাদিয়াকে সংবর্ধনা দিলেন ইউএনও

দেশসেরা বাবুগঞ্জের সাদিয়াকে সংবর্ধনা দিলেন ইউএনও


বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সহকারী জজের চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করা বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান হালিমাতুস সাদিয়াকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়। এসময় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন ইউএনও।

ইউএনও ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আকতার, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান প্রমুখ। এসময় হালিমাতুস সাদিয়ার মা লাকুটিয়া পিআরসি ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসিমা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভায় হালিমাতুস সাদিয়া বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়। আমার মা, বাবা, শিক্ষক, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ বাবুগঞ্জের উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসার ফসল এ অর্জন। আমি আমার জন্মভূমি বাবুগঞ্জ এবং প্রিয় শিক্ষাঙ্গন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পেরে গর্বিত। আমি দেশ ও মানুষের জন্য ন্যায় এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ভবিষ্যৎ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় সারাদেশ থেকে নির্বাচিত ১০২ জন সহকারী জজের মধ্যে বাবুগঞ্জের হালিমাতুস সাদিয়া প্রথম স্থান অধিকার করেন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের একজন শিক্ষার্থী ছিলেন। বাবুগঞ্জের লোহালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম আকনের মেয়ে তিনি। শিক্ষক দম্পতির দুই সন্তানের মধ্যে সাদিয়া ছোট। তার বড়ভাই মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন।

শৈশব থেকেই দুর্দান্ত মেধাবী হালিমাতুস সাদিয়া বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় থেকে প্রাথমিকে ও মাধ্যমিকে ট্যালেন্টপুলে বৃত্তিসহ জিপিএ-৫ পেয়ে ২০১৫ সালে এসএসসি পাশ করেন। বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে ২০১৭ সালে উচ্চমাধ্যমিকেও জিপিএ-৫ পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। সেখানে গ্রেডিং ৪ পয়েন্টের মধ্যে অনার্সে সিজিপিএ-৩.৮৫ এবং মাস্টার্সে সিজিপিএ-৩.৯৩ পেয়ে উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন তিনি।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর