ডেঙ্গুতেি আক্রান্ত হয়ে আরো নতুন ৪৭৮জন রোগী ভর্তি


ঢাকা প্রতিনিধি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডিসেম্বরের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে মৃত্যু হয়েছে ৫৩১ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং সিটির বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই দুজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় সর্বোচ্চ ১০৪ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ১০৩ (ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়া), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮, খুলনা বিভাগে ৬০, চট্টগ্রাম বিভাগে ৪১, বরিশাল বিভাগে ৩৫, রাজশাহী বিভাগে ৩৩, ময়মনসিংহ বিভাগে ৭, রংপুর বিভাগে ৪ এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।

চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬ হাজার ৭০৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত মাসে, ১৭৩ জনের।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর