৩১ মার্চের মধ্যে চবি চারুকলা মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে



চট্টগ্রাম প্রতিনিধি

আগামী ৩১ মার্চের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) চারুকলা ইন্সটিটিউটকে শহর থেকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.মোহাম্মদ শামীম উদ্দিন খান। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চারুকলাকে মূল ক্যম্পাসে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করেন চারুকলাসহ অন্যন্য বিভাগের শিক্ষার্থীরা। সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বক্তব্যে এ ঘোষণা দেন উপ-উপাচার্য।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের যাতে কোনো প্রকার আন্দোলনে যেতে না হয় তার জন্য সকল প্রচেষ্টা আমরা অব্যাহত রেখছি। আমরা চারুকলা ইন্সটিটিউটকে মূল ক্যাম্পাসে নিয়ে আসার জন্য ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৩১ মার্চের মধ্যে অন্যান্য বিভাগগুলোকে যখন নতুল কলা অনুষদ ভবনে স্থানান্তরিত করব, তখন এখানে (পুরাতন কলা অনুষদ ভবন) যে জায়গা হবে সেখানে আমরা চারুকলাকে প্রতিস্থাপিত করব। 

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের ৩১ মার্চ পর্যন্ত সময় দাও। এরমধ্যেই আমরা প্রশাসনিক যাবতীয় ম্যাকানিজম সম্পন্ন করার সম্পূর্ণ চেষ্টা করব। হয়তো তার আগেও হয়ে যেতে পারে। আমি আশা করছি তোমরা আগামী ১ এপ্রিল থেকে মূল ক্যাম্পাসে ক্লাস করতে পারবে।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন ও প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ উপস্থিত ছিলেন।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর