বকশীগঞ্জে টিসিবির ১৬০ বস্তা চাল উদ্ধার



রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে খাদ্য অধিদপ্তরের ১৬০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্য পাড়া গ্রামের সাদ্দাম হোসেন ও আল আমিনের বাড়ি থেকে চাল গুলো জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। 

খোঁজ নিয়ে জানা গেছে, চন্দ্রাবাজ মধ্য পাড়া গ্রামের প্রথমে আল আমিনের বাড়ি থেকে পরে আক্কাছ আলীর ছেলে সাদ্দাম হোসেনের ঘর থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চালের বস্তা গুলো ইঞ্জিন চালিত ট্রলি গাড়িতে তোলার সময় স্থানীয়দের সন্দেহ হলে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। 

পরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা সরেজিমনে গিয়ে চাল বোঝায় ট্রলি গাড়িটি জব্দ করেন। চালের বস্তা গুলো জব্দের পর থানায় নেওয়া হয়েছে। 

৩০ কেজি বস্তা চাল গুলো খাদ্য অধিদপ্তরের সিল যুক্ত লেখা ছিল। তবে চাল গুলো বগারচর ইউনিয়নের টিসিবির কর্মসূচির উপকারভোগীদের মাঝে বিতরণ করার কথা ছিল। জব্দকৃত চাল গুলো বগারচর ইউনিয়নের টিসিবির ডিলার মাহমুদুর রহমান লাবুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

ধারণা করা হচ্ছে চাল গুলো কালোবাজারে বিক্রির জন্যই অবৈধভাবে অন্যের বাড়িতে মজুদ রেখেছিলেন তিনি। 

এবিষয়ে অভিযুক্ত বিকাশ এন্টারপ্রাইজের প্রোপাইটর টিসিবি ডিলার মাহমুদুর রহমান লাবু বলেন, চাল গুলো খাদ্য গুদাম থেকে উত্তোলনের পর গাড়িতে নেওয়ার পথে ট্রলি গাড়ি বিকল হয়ে পড়ে একারণে চাল গুলো এক বাড়িতে রাখা হয়েছিল। 

বকশীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছাইদুর রহমান জানান, চাল গুলো কার তা যাচাই করা হচ্ছে। ইউএনও স্যারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, যে চাল গুলো জব্দ করা হয়েছে সেগুলো খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত। জব্দৃকৃত চাল গুলো থানায় হস্তান্তর করা হয়েছে। 

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, চালের বস্তা জব্দের পর থানায় আনা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর