বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার বিতরণ



বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি কারিতাস কার্যালয় মাঠে একশত পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়। 

শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, বকশীগঞ্জ উপজেলা একটি দুর্যোগ প্রবণ এলাকা। এই উপজেলায় প্রতি বছর বন্যা, খড়া, নদী ভাঙন, হাতির আক্রমণ ও পাহাড়ি ঢলের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। সরকারের পক্ষ থেকে আমরা সেইসব ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে থাকি। একারণে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়। 

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর