বকশীগঞ্জে চুরি হওয়া মোবাইল উদ্ধারের পর মালিকদের কাছে হস্তাস্তর



বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে চুরি হওয়া ১৫ টি মোবাইল ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বকশীগঞ্জ থানা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মালিকের নিকট মোবাইল ফোন গুলো হস্তান্তর করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এসময় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন। 

এর আগে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরীমূলে বকশীগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মালিকের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধার হওয়া মোবাইল গুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ।

মোবাইল পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান উদ্ধার হওয়া মোবাইল মালিকরা। 

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, চুরি হওয়া মোবাইল উদ্ধারে আমরা সবোর্চ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে থাকি। তাই আমরা চুরি হওয়া মোবাইল ফোন গুলো উদ্ধার করেছি এবং মালিকদের নিকট হস্তান্তর করেছি। 

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর