মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর):
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের গ্রীন ফুয়েল অয়েল কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জেলা বিএনপির নেতৃবৃন্দগন কারখানা পরিদর্শন করেন।
শুক্রবার (২ মে২০২৫) দিবাগত রাত সোয়া ২টার দিকে ১৫/১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল কারখানার পিছনের গেইট ভেঙে ভিতরে গিয়ে নৈশপ্রহরীদের হাতপা বেধে রেখে এ ডাকাতি সংগঠিত করে বলে জানান কারখানা ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা সাজিন মোহাম্মদ তাজুল ইসলাম।
মাহবুব আনাম স্বপন ফকিরের ভাতিজা শরীফুল ইসলাম শরীফ জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওই ফ্যাক্টরির পেছনের গেট কেটে ১৫-১৬ জনের ডাকাতদল ফ্যাক্টরিতে প্রবেশ করে। ডাকাতদল কারখানায় ঢুকে প্রথমেই নৈশপ্রহরীর হাত-পা, মুখ বেঁধে ফেলে। এরপর প্রধান ফটকের দায়িত্বে থাকা গার্ডকেও একইভাবে বেঁধে রাখে। পরবর্তীতে তারা বাঁশের সাথে প্লাস্টিকের পাইপ বেঁধে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে কারখানার বৈদ্যুতিক ট্রান্সফরমারের কভার খুলে ভেতরের সমস্ত মালামাল খুলে নেয়।
এরপর জেনারেটরের ঘরে গিয়ে মূল্যবান তার ও ব্যাটারিগুলো নিয়ে ভোর সাড়ে ৪টার দিকে ট্রাকযোগে মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ মধুপুর জোনাল অফিসের ডিজিএম এমাজ উদ্দিন সরদার বলেন, ‘আনাম গ্রিন ফুয়েল এনার্জি অ্যান্ড রিসোর্স ফার্নেস ওয়েল কারখানার দুই শ কেভি ট্রান্সফরমারের যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে ডাকাতের দল। যার মূল্য ৪৫-৫০ লাখ টাকা। এ ছাড়া বৈদ্যুতিক মূল্যবান তার।
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বলেন, ডাকাতির ঘটনায় মামলা করার জন্য ফ্যাক্টরির ইনচার্জ তাজুল ইসলাম এসেছেন। মামলার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
إرسال تعليق