জামালপুর শহরে টিকটক মডেলের নামে মাদক ও দেহ ব্যবসার স্বর্ণযুগ চলছে



মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক :

পুলিশের অভিযানে জামালপুর শহরের জিগাতলা এলাকার হাজী ফজলুল হকের দ্বিতীয় তলা একটি ফ্লাট থেকে মাদক সেবন করা অবস্থায় ৪ মহিলাকে গ্রেফতার করেছে জামালপুর সদরের ১ নং ফাঁড়ির পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, মধুপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আনসার সদস্য বাচ্চু মিয়া স্ত্রী পাখি আক্তার  (৩৫), জাওরাম এলাকার স্বর্ণা (২৫), হাজিপুর এলাকার মডেলিং বৃষ্টি আক্তার (২২) ও বৃষ্টি আক্তারের বড় ভাইয়ের স্ত্রী মাহি (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও আনুমানিক ২ গ্রাম ইয়াবা ট্যাবলেটের পাউটারসহ উদ্ধার করা হয়।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর