বান্দরবানে অসহায়দের পাশে সেনাবাহিনী



বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মধ্যে মানবিক সহায়তা হিসেবে চাউল এবং বিভিন্ন বৌদ্ধ বিহারের উন্নয়ন ও মানবিক কাজের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

৩০ এপ্রিল বুধবার   বান্দরবানের সেনা রিজিয়ন প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা বিতরণ করেন ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান।

বান্দরবানে পর্যটকদের সেবায় নিয়োজিত বোট চালক সমিতির সদস্যদের মাঝে জনপ্রতি একবস্তা করে চাউল, একটি বৌদ্ধ বিহারের উন্নয়ন কাজ এবং গরীব ও অসহায় ২জনকে তার কন্যার বিয়ের খরচ বাবদ আর্থিক অনুদান এবং শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

বান্দরবান পৌর এলাকার বিভিন্ন দু:স্থ অসহায় জনগণ এসময় উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথি বান্দরবান সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান বলেন, সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী জনগণের বন্ধু হিসেবে যেকোনো দুর্যোগে পাশে রয়েছে এবং আগামীতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এইধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


অসীম রায়( অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর