দুই দফা দাবিতে বান্দরবানে আদালতের কর্মচারীদের ঘন্টা ব্যাপি কর্মবিরতি পালন



সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় ও জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ দু’দফা দাবিতে বান্দরবানে বিচার বিভাগের কর্মচারীরা ৩ ঘণ্টা ব্যাপি কর্মবিরতি পালন করেছে। 

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা ও দায়রা জজ আদালতের শতাধিক কর্মচারী আদালত ভবন চত্বরে একত্রিত হয়ে কর্মবিরতি পালন করে।

৫ ই মে সোমবার সকাল ৯  থেকে ১২ টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বান্দরবান জেলা শাখার উদ্যোগে কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন ।

কর্মসূচি চলাকালে আদালত ভবনগুলোতে বিচারিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। এখলাসগুলো খালি পড়েছিল। ফলে দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা দুর্ভোগের মধ্যে পড়েন। পরে সমাবেশে বক্তব্য রাখেন বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামরুল হাসান, জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. আবসার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেঞ্চ সহকারী দেবাশীষ, যুগ্ন জেলা ও দায়রা জজ বেঞ্চ সহকারী সুমন কান্তি নাথ, সিনিয়র সহকারী জজ আদালত বেঞ্চ সহকারী অনু বিকাশ চাকমা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নাজির মো. কাউসার, সমীর হোসেন ও নারী শিশু ট্রাইব্যুানাল বেঞ্চ সহকারী মাঈনুল ইসলাম।

বক্তারা অবিলম্বে দু’দফা দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। দাবি-দাওয়াগুলো হলো- সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা।


অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর