বান্দরবানে জেলা প্রশাসক মেধাবৃত্তি, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৬ শে এপ্রিল শনিবার বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে "জেলা প্রশাসক মেধাবৃত্তি, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ২০২৫" অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ শামীম আরা রিনি। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের আগামীদিনের সফলতার জন্য শুভেচ্ছা জানান।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবু তালেব।
অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান
إرسال تعليق