সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ফের বাংলাদেশীর পা বিচ্ছিন্ন


বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক বাংলাদেশীর। গত ২৬ এপ্রিল শনিবার  রাত সাড়ে ৮ টার দিকে সদর ইউনিয়নের সীমান্তবর্তী চেরারমাঠ সীমান্ত পিলার এলাকার শুণ্যরেখায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যাক্তির নাম মো:জুবাইর (২৬).সে উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠ গ্রামে লম্বামাঠ এলাকার আবদুল হকের ছেলে, সে এক কন্যা সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্র এ প্রতিবেদককে বলেন, শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে সীমান্তের দিকে যায়। সে চোরাকারবারের সাথে জড়িত। হয়ত এ কান্ডে সে ল্যান্ডমাইন বিষ্ফোরণের শিকারে পড়ে।

জুবাইরের পারিবারিক সূত্র জানায়,সে দুপুরে লাকড়ি আনতে গেলে শূণ্যরেখায় পৌঁছলে হঠাৎ বিকট আওয়াজে একটি ল্যান্ডমাইন বিষ্ফোরিত হয়। সাথে সাথে তার বাম পায়ের গোড়ালি উড়ে যায়। সে পড়ে যায়। আওয়াজ শুনে লোকজন এসে তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়ের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো: মাসরুল হক বলেন, বিষয়টি জেনেছেন তিনি। সে নাইক্ষ্যংছড়ির চাকঢালার বাসিন্দা। লোকটি সীমান্ত পার হয়ে মিয়ানমার অত্যন্তরে গিয়েছে বলে তিনি জানতে পারেন।


অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর