মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামে অসহায় ও নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলায় অভিযোগ



মোঃ আহসান হাবীব সুমন,নিজস্ব প্রতিবেদক:

৮ নং মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে মিথ্যা হত্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে  বাদীঃ- মোঃ শফিকুল ইসলাম (৬৩)পিতা মৃত. সমশের আলী সুমু সাং-বানিয়াজান কামারপাড়া। থানা-ধনবাড়ী, জেলাঃ টাঙ্গাইল। 

(বিবাদী)১। মোঃ রফিকুল (৩৫) পিতা- মৃত মোগল শেখ ২।মোঃ মন শেখ (৩২) পিতা মৃত কামাল শেখ ৩। মোঃ হুমায়ুন (৩৮) পিতা মৃত ইয়াজ উদ্দিন ৪। মারুফ (৩০) পিতা মৃত সাকের আলী ও অজ্ঞাত নামা আরও কয়েকজনের বিরুদ্ধে। ঘটনা তদন্তে জানা যায়, ঘটনার ১নং সাক্ষী  আদ্যও হোসনাবাদ গ্রামের বাসিন্দা না বলে ইউনিয়ন চেয়ারম্যান (সাবেক) মহোদয় প্রত্যয়ন পত্র দিয়েছে। বিবাদীরা অত্যন্ত শান্ত প্রকৃতির ও নীরহ মানুষ বলে তাদের উপর মিথ্যা মামলা দেয়া হয় এরকমটা জানান এলাকাবাসী। মৃত ব্যক্তি কখন কিভাবে মৃত্যুবরণ করেছে এলাকা বাসি জানেনা বলে আমাদের কাছে উপস্থাপন করেছে এবং মিথ্যা হত্যার  প্রত্যয়ন দেখিয়ে থানায় মামলা করা হয়। ফ্যাসিবাদীর আমলে ভাবেই নিরহ ও অসহায় মানুষরা হয়রানি শিকার হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর