বকশীগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, পুলিশ তদন্তে



জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ফজিলত পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মনেজা বেগম (৩৫) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মনেজা বেগম ফজিলত পাড়া গ্রামের ইসরাফিল আলমের স্ত্রী এবং দুই সন্তানের জননী। নিহতের বাবার বাড়ি একই ইউনিয়নের নতুন বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে খবর ছড়িয়ে পড়ে যে, মনেজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃতদেহ উদ্ধারের সময় তিনি মাটিতে শায়িত অবস্থায় ছিলেন, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তোলে।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামীর পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু। কিন্তু প্রতিবেশী ও স্থানীয়দের ভাষ্যে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে মৃত্যুটি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, “প্রাথমিক তদন্তে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা না অন্য কোনো কারণে মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি বলেও জানা গেছে।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর