মাধবপুরে আহত কুকুরটিকে বাঁচাতে এগিয়ে আসলো না কেউ

মাধবপুরে আহত কুকুরটিকে বাঁচাতে এগিয়ে আসলো না কেউ!


সোহাগ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিল একটি কুকুর। দুপুর থেকে বিকাল তাঁরপর সন্ধ্যা, কুকুরটির চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ফোন দেয়া হলেও কেউ আসেনি। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

এই স্পর্শকাতর অমানবিক ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলসীপুর বাজারে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে একটি কুকুর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ব্যথায় কাতরালে স্থানীয় জনগণ সেখানে জড়ো হয়।স্থানীয় কয়েকজন পল্লী চিকিৎসক সেখানে আসলেও কুকুরের চিকিৎসার জন্য আলাদা লোকবল প্রয়োজন বিধায় তাঁরা কিছু করতে পারেনি।

মোহাম্মদ দিদারুল আলম নামে স্থানীয় এক ব্যবসায়ী কুকুরটির উদ্ধার ও চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অফিসের প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মিঠুন চৌধুরীকে ফোন দিলেও কুকুরটির চিকিৎসা ও উদ্ধারের বিষয়টিতে অপারগতা প্রকাশ করেন ওই কর্মকর্তা। তাঁদের কাছে এই চিকিৎসার সরঞ্জামাদি নেই বলেও জানান ওই কর্মকর্তা।

দিদারুল আলম জানান, প্রাণিসম্পদ অফিস কোন কাজের জন্য?। ঘুষ ছাড়া তারা কোন কাজে করে না। আজকে কুকুরটির চিকিৎসা দিতে তাঁরা এগিয়ে আসছেন না বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।

এ ব্যাপারে জানতে বন বিভাগের কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে বিষয়টি প্রাণিসম্পদ অফিসের এখতিয়ারাধীন বিষয় বলে জানান।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে মাধবপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিঠুন সরকার জানান, আমাদের পক্ষে এই কুকুরের চিকিৎসা করা সম্ভব নয়। এছাড়া জলাতঙ্ক টিকা কুকুরটির দেওয়া আছে কিনা সেটাও তারা জানেন না। বেওয়ারিশ কুকুরের দায়-দায়িত্ব তারা নিতে পারবে না।

হবিগঞ্জ জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল কাদির জানান, কুকুরের চিকিৎসায় আমাদের তেমন কিছু করার থাকে না। বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক থাকতে পারে তাই আমরা কিছু করতেও পারি না। এখানে আমাদের কিছু করার নাই।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর