‎দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ‎গেছে

‎দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ‎গেছে


মোঃ গোলাম মোরশেদ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল রোববার থেকে রোজা শুরু।

‎শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছেন কয়েক জেলা। পরে বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

‎মুসলমানদের কাছে রমজান পবিত্র মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করেন ধর্মপান মুসলমানরা।

‎রমজানে রোজা রাখা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি সকল সুস্থ মুসলিমের জন্য বাধ্যতামূলক। 

‎শনিবার এশার নামাজ পর প্রথম তারাবির নামাজ। রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় , আরব আমিরাত,আজ থেকে রোজা শুরু হয়েছে।

গোলাম মোরশেদ/ ‎রাণীনগর,নওগাঁ।
‎তাং- ০১-০৩-২০২৫।
‎মোবাঃ ০১৭২৮ ৪৮১৬০৬।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর