রাণীনগরে তিন ফার্মেসির দোকানে জরিমানা

 

রাণীনগরে তিন ফার্মেসির দোকানে জরিমানা

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনটি ফার্মেসি দোকান মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

‎আদালত সুত্র জানায়,এদিন দুপুরে উপজেলা সদরের হাসপাতাল চত্বরে বিভিন্ন ওষুদের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে সতর্কতা বশত ফার্মেসির মালিক ওসমান গনি রতনকে তিন হাজার,মেহেদি হাসানকে তিন হাজার এবং মোছা : সাম্মি আক্তারকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় ওষুধ পরিদর্শক নওগাঁ জেলা কার্যালয়ের ওষুধ প্রশাসন কর্মকর্তা তোফায়েল আহম্মেদ ও রাণীনগর থানাপুলিশ উপস্থিত ছিলেন।

‎মো: গোলাম মোরশেদ 
‎রাণীনগর,নওগাঁ।
‎তাং-০৭-০৩-২০২৫।
‎মোবা:-০১৭২৮ ৪৮১৬০৬

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর