লালপুরে রস চুরির ঘটনা ধামাচাপা দিতে বিএনপি কর্মী পরিচয়ে লঙ্কাকাণ্ড!

লালপুরে রস চুরির ঘটনা ধামাচাপা দিতে বিএনপি কর্মী পরিচয়ে লঙ্কাকাণ্ড!


আবু তালেব,লালপুর(নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ময়নাল আলী মদনের বিরুদ্ধে বিএনপির কর্মসূচিতে বাঁধা দেওয়ার অভিযোগ তুলে গত ৫ মার্চ লালপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে রইজউদ্দিন নামে এক বিএনপি কর্মী। তবে খেজুর গাছ থেকে রস চুরির ঘটনা ধামাচাপা দিতে রাজনৈতিক ইস্যু তৈরি করে হয়রানির চেষ্টা করা হচ্ছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ওই আওয়ামী লীগ নেতা।
 
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে উপজেলার হোসেনপুর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। ময়নাল উপজেলার নান্দরায়পুর গ্রামের আক্কাস আলীর ছেলে এবং রইজউদ্দিনও একই গ্রামের সোবহানের ছেলে।

লিখিত বক্তব্যে ময়নাল বলেন, গত ৫ আগষ্ট পর আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছে রইজউদ্দিন ও তার ছেলে সাগর। তাদের সাথে জমিজমা নিয়েও বিরোধ ছিল। গত কয়েক সপ্তাহ যাবৎ আমার লিজকৃত খেজুর গাছে রস চুরির ঘটনা ঘটছিল। এবিষয়ে গত ২৫ ফেব্রুয়ারি আমি অজ্ঞাত চোরদের উদ্দেশ্যে লোকসমক্ষে কিছু কথা বলি। তবে সাগর এটি নিজেদের প্রতি ইঙ্গিত মনে করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করে অপ্রচার চালাচ্ছে।  

তিনি আরো বলেন, গত ২৪ ফেব্রয়ারি নাটোরে বিএনপির জনসভাকে যাওয়ায় আমি নাকি সাগরকে ভয়ভীতি প্রদর্শন করেছি, যা সম্পূর্ণ মিথ্যা। এই পুরো বিষয়টিকে রস চুরি কেন্দ্রিক একটি সাধারণ ঘটনা থেকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এবিষয়ে রইজউদ্দিন বলেন, রস চুরির ঘটনা মিথ্যা। গত ২৪ ফেব্রুয়ারি আমার দুই ছেলে নাটোরে বিএনপির জনসভায় যাওয়ায় তাদের হুমকি ধামকি দিয়েছে আওয়ামী লীগ নেতা মদন। পরে গত ৫ মার্চ আমি থানায় অভিযোগ দিয়েছি।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এটা উভয়পক্ষের পারিবারিক দ্বন্দ্ব ছিল। বিষয়টি রাজনৈতিক কোন ঘটনা নয়।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর