জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর শহরে বিদুৎ সেবা দিয়ে আসছে পিডিবি। সেবার আড়ালে নানা অর্থ হাতে গুজার অভিযোগের শেষ নেই। এসব জাতীয় সমস্যা। ওই সব বিষয় নিয়ে বিস্তারিত সবাই জানে নিয়তির আখ্য দিয়ে সয়ে গেছে শহরের বিদ্যুৎ গ্রাহকদের।
এবার কথা বলবো, শহরের চারপাশের সীমান্তজুড়ে ফ্রিস্টাইলে বিদ্যুৎ চুরির নানা চিত্র নিয়ে । প্রকাশ্যে পৌর বাসিন্দাদের জন্য বরাদ্ধ পডিবির বিদ্যুৎ চুরি হয়ে পৌর এলাকার বাইরে গ্রাম ও চরাঞ্চলে মাইলকে মাইল ছড়িয়ে পড়েছে। চুরি বন্ধের বদলে দিনকে দিন বর্ধিত হচ্ছে। পডিবির সংঘবদ্ধ বিদ্যুৎ চোর চক্র তৎপরতা বন্ধ হচ্ছেনা। বিদ্যুৎ চোরদের ভাবখানা এমন যে, তাদের পিডিবির চুরি নিয়ে কথা বলার কেউ নেই। শাররিক অঙ্গিভঙ্গিমায় চোরের বুঝাতে চায়, বিদ্যুৎ চোর না, বিদ্যুৎ ব্যাবসায়ী।
এখন সময়ের অভাবে বিদ্যুৎ চুরির সংক্ষিপ্ত তুলে ধরলাম। বাকি বিস্তারিত রাতে ফ্রি হয়ে লিখবো। পরতে পারবেন। সবাইকে রমজানুল মোবারক।
একটি মন্তব্য পোস্ট করুন