
মোঃ নুর হোসেন, (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে গাছ ছিটকে পড়ে দিনমজুর মো.রুহুল আমিন(৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (১লা মার্চ) সকালে উপজেলার চর লরেন্স ইউনিয়নের শহীদ নগর এলাকায় দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন উপজেলার চর লরেন্স ইউনিয়নের শহিদ নগর এলাকার আলী হোসেন এর পুত্র।
মো.জুয়েল বলেন, মৃত রুহুল আমিন তার বোন জামাই। সকালে তারা ৫-৬জন মিলে বাড়ির পাশে গাছ কাটঁছিলেন। গাছ যেদিকে পড়বে মৃত রুহুল আমিন সেদিকেই দৌঁড় দেয়। পুরো আস্ত গাছ তার মাথায় ছিটকে পড়ে। রুহুল আমিনের ৪ছেলে-মেয়ে ও এক স্ত্রী, বাবা-মা রয়েছে। তিনি দিনমজুরের কাজ করতেন।
চর লরেন্স ইউপি মেম্বার আবু সিদ্দিক বলেন, রুহুল আমিন বাড়িতে ঘর করতে গাছ কিনেন। তারা সালা-বোন জামাই গাছ কেটেছে। হঠাৎ গাছ ছিটকে তার মাথায় পড়ে। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মীর আমিনুল ইসলাম মঞ্জু বলেন, সম্ভবত গাছ ছিটকে মাথায় আঘাত লাগে। তিনি বেঁচে নেই। তিনি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন। থানা ভারপ্রাপ্ত ইনর্চাজ(ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গাছের চাপায় যুবক মারা গেছে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন