বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


হারুন-উর-রশীদ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে “ অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।

উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসের হিসাব সহকারী হুমায়ুন কবীরের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মহিলা বিষয়ক অফিসের জুলেখা বেগম,উপজেলা পিআইও অফিসের অফিস সহকারী লিয়াকত হোসেন, কিশোর-কিশোরী ক্লাবের শিল্পী অলোকা সাহা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র শাহরিনা ছোঁয়া,পারি ডেভেলপমেন্ট ট্রস্ট্রের প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন , গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন রোধ করা, অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করা, নারীদের অধিকার নিশ্চিতে কাজ করা ও নারী নেতৃত্ব তৈরি নিয়ে আলোচনা করা হয়।


হারুন-উর-রশীদ
বকশীগঞ্জ, জামালপুর
০১৯১১৯২৮১৪০
০৬.০৩.২০২৪ইং

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর