রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়াতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩




মোঃ সুমন খান, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া ইউনিয়ন পুলিশ ক্যম্প থেকে দুই কিঃমিঃ সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

১৩ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে রাজস্থলী থেকে আসা ট্রাক রাইখালী থেকে আসা যাত্রীবাহি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয় এতে চন্দ্রঘোনা মিশন  হাসপাতালে নেওয়ার পথে  সীবানি চন্দ্র তংচংগ্যা(৫৫) নামে একজন মহিলার মৃত্যু হয় এবং তার স্বামী সুরেশ তংচংগ্যা(৬০) আশঙ্কা জনক অবস্থায় হাসফাতালে ভর্তি  আছেন,সিএনজি ড্রাইভার কে উন্নত চিকিৎসার জন্য বান্দারবান নেওয়া হয় বলে জানা যায়।

চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল বলেন ট্রাক ড্রাইভার ও হেলপার এবং ট্রাক থানায় আটক আছে এবং মামলা পক্রিয়াধীন।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর