পঞ্চগড়ের আটোয়ারীতে ইজিবাইক চুরি করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস


মোঃ আরিফুল ইসলাম ইরান, পঞ্চগড় প্রতিনিধি:
শনিবার (৯ মার্চ) ভোররাতে উপজেলার রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মৃত ধজিব উদ্দীনের ছেলে তাহিরুল ইসলামের ইজিবাইক চুরি করে পালানোর সময় গ্রামবাসী চোরকে আটক করে। এ সময় দুইজন পালিয়ে গেলেও ধরা পড়ে রিফাত বিন সাজ্জাদ (২৩)। সে বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার মো. আকতার হোসেনের ছেলে। পরে তার স্বীকারোক্তিতে জানা যায়, পালিয়ে যাওয়া দুইজন হলো রাণীগঞ্জ এলাকার মো. ফরিদুল ইসলাম ও ঠাকুরগাঁওয়ের নামাজপাড়া এলাকার জাহাঙ্গীর আলম।

গ্রামবাসীর গণধোলাইয়ের পর সাজ্জাতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তখনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। সে গত ১৩ জানুয়ারি রাধানগর কিসমত রেলস্টেশন এলাকায় এক নারীকে (২৭) ধর্ষণের পর হত্যা করেছিল বলে স্বীকার করে। পুলিশ তার মোবাইলে হত্যাকাণ্ডের ছবি উদ্ধার করেছে।

আটোয়ারী থানার এই চাঞ্চল্যকর ও ক্লুলেস নারী ধর্ষণ মামলার অগ্রগতি বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সোমবার দুপুরে তাঁর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৩ জানুয়ারি রাতে আটোয়ারী থানার কিসমত রেলগেটর পশ্চিম পার্শ্বে শাপলা কিন্ডারগার্টেনের দরজা বিহীন একটি কক্ষে ও পরে কিসমত রেলগেটের উত্তর পূর্ব দিকে হাবিবুর রহমান ঘরের পেছনে আলমের সুপারি বাগানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে ইট দিয়ে মাথায় আঘাত করে এবং ছুরি দিয়ে শরীর বিভৎসভাবে ক্ষত বিক্ষত করে রুহিয়া-কিসমত রেললাইনের উপর শুইয়ে রেখে পালিয়ে যায়। আসামি আদালতে ১৬৪ ধারায় ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আদালত তাঁকে জেল হাজতে প্রেরণ করে। এখনো ওই নারীর পরিচয় মেলেনি। তবে ঠাকুরগাঁও জেলার মুসল্লী থানার এক নারী নিখোঁজ মামলা সূত্রে স্বজনরা ক্ষতবিক্ষত লাশ নিয়ে গিয়ে দাফন করে। ভিকটিমের কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে। ফোনে হত্যার ঘটনা ভিডিও করে রাখে। যারা লাশ দাফন করেছে। তাদের এই ভিডিওটি দেখানো হলে তারা ওই নারী তাদের স্বজন নয় বলে দাবি করেছেন। 
এ ঘটনায় আটোয়ারী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর